Search This Blog

Friday 17 April 2015

যদি নেতাজী কে চান বি জে পি কে জেতান


নেতাজী সুভাষ চন্দ্র বসু 

যদি নেতাজী কে চান বি জে পি কে জেতান

পশ্চিমবঙ্গে কে আছে যে সুভাষ বাবু কে চায় না ? কে আছে যে তার মৃত্যুর রহস্য জান্তা চায় না? সুভাষ চন্দ্র বসু কে ছেড়ে বাংলার কল্পনা ও করা যায় না. ভারত কে স্বাধীন করতে তার অবদান অভুত্পূর্ভ কিন্তু তাকে ভুলিয়ে দেয়ার চক্রান্ত অনবরত চলছে। স্বাধীনতার ৬৮ বছর পারে ও নেতাজি তার যোগ্য সম্মান পান নি.

 বর্তমান কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কে ধন্যবাদ দিতে হবে. সমস্ত বাঙালি সমাজ তার কৃতজ্ঞ। ৬৮ বছর ধরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে ফাইল গুলো গোপনীয় করে রাখা হয়েছিল সে গুলো কে প্রকাশ্যে আনার নির্ণয় হয়ে গেল এক দিনেই।

 নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৌত্র দেখা করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এবং ততকাল নির্ণয় হয়ে গেল. যিনি দেখা করলেন তিনি ও বিশ্বাস করতে পারলেন না যে এত তডিঘড়ি এই কাজ টা হয়ে যাবে। ৬৮ বাছারে যা হলো না সেটা করতে ৬৮ মিনিট ও লাগে নি.

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সুদিন এসেছে আর ফিরে আসছে বাংলার গৌরব। বাংলার গৌরব কে পুনর্প্রতিষ্ঠিত করতে পৌরসভা নির্বাচনে বি জে পি কে ভোট দিয়ে জয় যুক্ত করুন।

সোনার বাংলা একজোট, মোদী পাবেন সব ভোট


Jyoti Kothari
Convener, Jaipur division
Prabhari, West Bengal,
Narendra Modi Vichar Manch


Thanks,
(Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry)
info@vardhamangems.com
Please follow us on facebook for latest updates.